প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন

Welsইউকে’র ৪টি ক্যাপিটাল সিটির মত গত ১৫ নভেম্বর ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী কার্ডিফ ক্যাসল ও লর্ড মেয়র ম্যানসন হাউসে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে প্রিন্স অফ ওয়েলস প্রিন্স চ্যালসের ৬৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
২১বার তপধ্বনির মাধ্যমে শুরু হওয়া রাজপরিবারের এই অনুষ্ঠানে বৃটেন ও ওয়েলসের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল মার্গেট জোনস ও লর্ড লু টানেন্ট, ড: পিটার বেক জন্মদিনের অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।
সমাপনী বক্তব্যে লেফট কর্ণেল ফ্রাঙ্ক উহাইটিং মুসলিম কমিউনিটি থেকে নব প্রজন্মের সন্তানদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার আহবান জানান।
রাজপরিবারের এই মহতি অনুষ্ঠানে বাঙ্গালী কমিউনিটির মধ্যে নিউপোর্ট সিটি কাউন্সিলার মাজেদ রহমান, শাহ পরান মসজিদ কমিটির চেয়ারম্যান কমিউনিটি লিডার শেখ মো: তাহির উল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকে’র কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির জেনারেল সেক্রেটারী, কমিউনিটি লিডার ও সাংবাদিক মকিস মনসুর আহমদ, শাহ মো: শফি কাদির, ফখরুল ইসলাম, এম এ রউফ, রুহুল আমিন, সিতাব আলী, বেলাল মিয়া, রকিব মনসুরসহ মুসলিম কমিউনিটির উল্লেখযোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুসলিম কমিউনিটি’র জন্য ম্যানসন হাউসে নামাজের সুব্যবস্থা করা হয়। এবং নামাজ পরিচালনা করেন আর্মি’র চ্যাপলিন আলী ওমর।
রাজপরিবারের এই অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা প্রিন্স চ্যালসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানে বৃটেনের মিডিয়ার সাথে একমাত্র বাঙ্গালী চ্যানেল বাংলা টিভি, ওয়েলস বাংলা নিউজ, মনসুর মিডিয়া, ডেইলি সিলেট ও দৈনিক মৌলভীবাজার ডট কম, সাপ্তাহিক মৌমাছি কন্ঠের সাংবাদিকরা আমন্ত্রিত হিসাবে উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button