নিজ আসনে জিতে গেলেন বরিস জনসন

বরিস ২৫ হাজার ৩৫১, আলী মিলানি ১৮ হাজার ১৪১

নিজ নির্বাচনী এলাকা আক্সব্রিজ অ্যান্ড রুইসলিপ আসনে কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা ছিল নড়বড়ে। তাই তাঁকে নিয়ে কিছুটা আশঙ্কা ছিল। সব আশঙ্কা উড়িয়ে নিজ আসনে বিজয় অর্জন করেছেন নির্বাচনের মূল নায়ক বরিস জনসন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৩৫১ ভোট। বরিসের নিকটতম প্রতিদ্বন্দ্বী লেবার দলের প্রার্থী আলী মিলানি পেয়েছেন ১৮ হাজার ১৪১ ভোট। মাত্র ৫ হাজার ৩৪ ভোটের ব্যবধানে ২০১৭ সালে এই আসনে জিতেছিলেন বরিস জনসন।

মিলানি ২০১৬ সালের গণভোটে লন্ডনের অদূরে এই আসনের ভোটারদের ব্রেক্সিটের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কট্টর ব্রেক্সিটপন্থী প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিজ আসনে পরাজিত করতে এবং লেবার দলীয় প্রার্থী আলী মিলানিকে বিজয়ী করতে ব্রেক্সিটবিরোধীরা ওই আসনে তুমুল প্রচার চালিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button