ইউক্রেনে সহিংসতায় অর্ধশত নিহত

Ukraineসঙ্কটকবলিত ইউক্রেনে বড় ধরনের সহিংসতায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এতে বহু লোক আহত হয়েছেন। এর মধ্যে দেশটির দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের ওডেসায় রাশিয়াপন্থিদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিহতের সংখ্যা ৩১ বলে জানিয়েছে।
উভয়পক্ষের সংঘর্ষের এক পর্যায়ে পরস্পরকে লক্ষ্য করে নিক্ষেপ করা পেট্রোল বোমায় একটি ভবনে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
এছাড়া স্লোভিয়ানস্কে রাশিয়াপন্থিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর অভিযানে আরো সাতজন নিহত হয়েছে বলে জানা গেছে।
রাশিয়াপন্থিদের বিরুদ্ধে সরকারি বাহিনীর সর্বশেষ অভিযান এবং সরকার সমর্থক ও রাশিয়াপন্থিদের মধ্যে সংঘর্ষে এ সব হতাহতের ঘটনা ঘটলো।
তবে ওডেসায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক ভবন ট্রেড ইউনিয়ন হাউসে কীভাবে আগুন লেগেছে তা পরিষ্কার নয়। ভবনে আটকে পড়া লোকজন জানান, বিচ্ছিন্নতাবাদীরা তাদের সেখানে অবরুদ্ধ করে রেখেছিল।
অবশ্য, ছবিতে দেখা যায় সংঘর্ষে দুপক্ষই পরস্পরকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এ সময় শ্বাসরুদ্ধ হয়ে এবং লাফিয়ে ভবন থেকে পড়ে ৪০ জন নিহত হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button