ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিলো ইরান

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই৷ বৃহস্পতিবার পরমাণু নীতির বিরুদ্ধে ইউরোপ ও আমেরিকার নিষেধাজ্ঞার প্রতিবাদে সরব হলেন আয়াতোল্লা আলি খামেনেই৷
এদিন তিনি জানান, বর্তমানে ইরানের কাছে প্রাকৃতিক গ্যাস ও তেল পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে৷ যেগুলির যথেষ্ট প্রয়োজন রয়েছে ইউরোপ, আমেরিকার মত বিভিন্ন দেশে৷ সেক্ষেত্রে ইরানের উপর বিভিন্ন কারণ-অকারণে অনৈতিক নিষেধাজ্ঞা জারি করা বন্ধ করা না হলে ভবিষ্যতে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে৷ ইরানে বর্তমানে ৩৩.৮ ট্রিলিয়ন ঘন মিটার গ্যাস মজুত রয়েছে৷ যা বিশ্বের মোট গ্যাসের তুলনায় ১৮.২ শতাংশ৷
অন্যদিকে তেলের পরিমাণ রয়েছে ১৫৭ বিলিয়ন ব্যারেল৷ ফলে বিশ্বে তেল উৎপাদক দেশ ভেনেজুয়েলা, কানাডা ও সৌদি আরবের পরের তালিকাতেই রয়েছে ইরানের নাম৷
প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে বিভিন্ন অসুবিধার কারণে রাশিয়ার সঙ্গে মত বিরোধ হওয়ার ফলে ইরান থেকে গ্যাস আমদানির সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বের বিভিন্ন উন্নত দেশ৷ তবে আমদানির ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করার ফলেই ঘটে বিপত্তি৷ শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে মনে করছে বিভিন্ন মহল৷

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button