ইউরোপগামী ৯ শতাধিক অভিবাসী উদ্ধার

Migrantউত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী তিনটি নৌকা থেকে ৯ শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে ইটালির কোস্ট গার্ড। এসময় একটি মৃতদেহও উদ্ধার করে তারা।
এদের সবাইকে বুধবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ডের একজন কর্মকর্তা। তবে উদ্ধার হওয়ারা কোন দেশের নাগরিক এবং তাদের মধ্যে একজন কিভাবে মারা গেল সে সম্পর্কে কিছু জানাননি ওই কর্মকর্তা।
লিবিয়ায় সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে পাচারকারীরা বিনা বাধায় ব্যাপক ঝুঁকিপূর্ণ নৌযানে করে মানুষ পাচার করছে। এতে করে এবছর ইতালিতে আসা অভিবাসীর সংখ্যা ২ লাখে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে যা গত বছরের সংখ্যার চেয়ে ৩০ হাজার ব%A

আরও পড়ুন

Back to top button