ইউরোপে মাদকাসক্তদের রাজধানী ব্রিটেন

Drugইউরোপের মাদকাসক্তদের রাজধানী হল ব্রিটেন। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টের ভিত্তিতে এ মন্তব্য করেছেন গবেষক আইন ডানকান স্মিথ। দেশটিতে মাদকাসক্তির কারণে মৃত্যুর হার বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন তিনি। সেন্টার ফর সোশাল জাস্টিস- সিএসজে’র প্রকাশিত রিপোর্টে দেখা যায়, মাদকাসক্তির কারণে গত বছর ৫২ জন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। যেখানে ২০১১ সালে মারা গিয়েছিল ২৯ জন। দেশটিতে প্রতি ১২ জনে ১ জন চরমভাবে নেশায় আসক্ত। মাদকাসক্তরা সবাই ১৫ থেকে ২৪ বছর বয়সের মধ্যে বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। রিপোর্টে বলা হয়, শ’খানেকেরো বেশি ওয়েবসাইট ব্রিটেনে অবাধে ‘স্যালভিয়া’ ও ‘গ্রিন রোলেক্স’ জাতীয় মাদক বিক্রি করে যাচ্ছে। এরকম ১৩০টি রেজিস্টার্ড সাইট এ কাজের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয় সিএসজে’র প্রতিবেদনে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button