‘জয় শ্রীরাম’ এখন প্রহারের মন্ত্র

“বাংলায় এসব ইদানীংকালের আমদানি। বঙ্গসংস্কৃতিতে কোনকালেই এধরনের স্লোগানের কোনও জায়গা ছিল না” ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে এবার মুখ খুললেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। শুক্রবার (৫ জুলাই) বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীনতা পরবর্তী সময়ে তাঁর স্মৃতিতে কলকাতা’ বিষয়ে বক্তৃতাকালে একথা বলেন তিনি।

অমর্ত্য সেন বলেন, ‘‘লোককে মারধর করতে হলে এখন এসব বলা হচ্ছে। বাংলায় এসব ইদানীংকালের আমদানি। বঙ্গসংস্কৃতিতে কোনকালেই এধরনের স্লোগানের কোনও জায়গা ছিল না। আজ যখন শুনি বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ ভীত, শঙ্কিত হয়ে রাস্তায় বেরোন এই শহরে, তখন আমার গর্বের শহরকে চিনতে পারি না। এসব নিয়ে প্রশ্ন তোলা দরকার।’’

তাঁর মতে, “একসময় হিন্দু মহাসভা এধরনের সংস্কৃতির আমদানি ঘটানোর চেষ্টা করেছিল বাংলায়। বিভেদের রাজনীতির বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল। এখন বিজেপি ঠিক সেই একই উদ্দেশ্যে বাংলায় ‘জয় শ্রীরাম’ সংস্কৃতির আমদানি ঘটানোর চেষ্টা করছে।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button