সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার, সর্বোচ্চ ৮০ হাজার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন রোববার সকাল ৯টায় অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। এই প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা দেয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বেতন প্রস্তাব করা হয়েছে মাসিক এক লাখ টাকা।
ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এই প্রতিবেদন জমা দেন।
পে-কমিশন তার প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের শতকরা ১০০ ভাগ বেতনভাতা বাড়ানোর প্রস্তাব করেছে। প্রতিবেদনে সরকারি লাভজনক প্রতিষ্ঠানগুলোর জন্য পৃথক বেতন কমিশন গঠনের জন্য প্রস্তাব দেয়া হয়।
এ ছাড়া কমিশন বিদ্যমান ২০টি স্কেলের পরিবর্তে তা ১৬টি করার প্রস্তাব করেছে। প্রতি বছর ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের ইনক্রিমেন্ট দেয়ার প্রস্তাব করা হয়েছে এই প্রতিবেদনে।
কমিশনের এই প্রতিবেদন বাস্তবায়ন করা হলে বাজেটে ব্যয় বাড়বে ১৩ দশমিক ২ শতাংশ।
উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৩ লাখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button