লন্ডনে ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ

Palestineফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত দমন অভিযানের বিরুদ্ধে লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদীদের চলমান অপরাধযজ্ঞ বন্ধ করার আহবান জানিয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে লন্ডনস্থ ইসরাইল দূতাবাসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জর্ডান নদীর পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর গুলিতে কয়েক ডজন ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের বেশ কয়েকটি ইসরাইল বিরোধী সংগঠন এ বিক্ষোভের ডাক দিয়েছিল।
এরপর এখান থেকে বিক্ষোভ র‌্যালি করে বৃটিশ পার্লামেন্টের দিকে যান এন্টি ইসরায়েলী লন্ডনাররা। ফিলিস্তিনীদের প্রতি ইসরায়েলী হামলা বন্ধের দাবীতে বৃটিশ পার্লামেন্টে স্মারকলীপি দেন তারা।
গত আগষ্ট মাস থেকে ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে ফিলিস্তিনীদের প্রবেশাধিকারে কড়াকড়ি শুরু করে ইসরায়েলী বাহিনী। এ নিয়ে নতুন করে ফিলিস্তিনীদের উপর হামলা শুরু করে ইসরায়েল। এ হামলার প্রতিবাদে শুক্রবার ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজায় বিক্ষোভ করেছে ফিলিস্তিনীরা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button