১৭তম ন্যাম সম্মেলনে বাংলাদেশ ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

১৭তম ন্যাম সম্মেলনে বাংলাদেশ ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। সম্প্রতি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স নগরীতে অনুষ্ঠিত জাতিসঙ্ঘের এক উচ্চ পর্যায়ের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকায় এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, চার দিনব্যাপী ১৭তম নন-অ্যালাইন দেশের সম্মেলন ২৬ মে সোমবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স নগরীতে শুরু হয়। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রথম দুই দিনের সিনিয়র অফিসিয়াল পর্যায়ের সভার উদ্বোধন করেন এবং পরবর্তী দুইদিন মন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।
ন্যাম ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১২১।
জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ সিনিয়র অফিসিয়াল পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দিচ্ছেন এবং মন্ত্রী পর্যায়ের সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
সদস্য দেশসমূহ বাংলাদেশ ১৭তম ন্যাম সম্মেলনে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বর্তমান সরকারের আর্থিক ব্যবস্থাপনা দতার কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শেখ হাসিনা প্রশাসনের বিপ্লবী কর্মকাণ্ডের স্বীকৃতি মিলেছে ১৭তম ন্যাম সম্মেলনে বাংলাদেশকে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের বিপুল সমর্থনের মাধ্যমে। সূত্র : বাসস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button