জনবিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নারীদেরকে আল্লামা শফীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যুক্ত বিবৃতিতে দেশের সর্বজন শ্রদ্ধেআলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফীর নামে ইন্টারনেটে প্রচারিত একটি ওয়াজকে কেন্দ্র করে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একটি বিশেষ মহলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিবেলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে শেখ হাসিনা নারীদেরকে আল্লামা শফীর বিরুদ্ধে উস্কে দিচ্ছেন। মেয়েদেরকে আল্লামা শফীর বিরুদ্ধে রাস্তানামার আহ্বান জানিপ্রেধানমন্ত্রী নিজের ক্ষমতা রক্ষার ঢাল হিসেবে নারীদেরকে ব্যবহার করতে চাচ্ছেন। নাস্তিক-মুরতাদদের পৃষ্ঠপোষকতা করাদেশের জনগণ আওয়ামী-মহাজোটকে প্রত্যাখ্যান করেছে। বিগত পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর ভরাডুবির কারণে শেখ হাসিনা চরম হতাশাভুগছেন। আগামীতে আরো বিপর্যঅপেক্ষা করআেওয়ামী লীগের জন্য। এ হতাশা ও বিপর্যকাটানোর জন্য ইতিবাচক কোনো পদক্ষেপ না নিবেরং নেতিবাচক তৎপরতার অংশ হিসেবে আজ দেশের সর্বজন শ্রদ্ধেআলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। আল্লামা শফীর বক্তব্যকে ‘জঘন্য’ বলতে গিপ্রেধানমন্ত্রী বরং নিজেই শিষ্টাচারিতার সীমা অতিক্রম করে ফেলেছেন। দেশের সচেতন জনগণ ধর্মবিরোধী গোষ্ঠীর অপপ্রচারে বিভ্রান্ত হবে না। বিগত ৫ মে রাতের আঁধারে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে সরকারের বর্বর গণহত্যার কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কোনোভাবেই সরকার এ হত্যাকা-ের দাএড়াতে পারবে না।
বিবৃতিতে নেতৃদ্ববলেন, ইসলাম নারীদেরকে যে সম্মান, মর্যাদা, অধিকার ও নিরাপত্তা দিয়েপেৃথিবীতে আর কোথায়ও নারীদের এত সম্মান, মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নেই। বিবৃতিতে নেতৃদ্বদেশের সর্বজন শ্রদ্ধেআলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার বন্ধ করার জন্য কতিপমিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। আর এহেন বিষোদ্গার ও অপপ্রচার বন্ধ করা না হলে দেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ আবার মাঠে নামলে ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকারীরা পালাবার পথ পাবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button