বিসিএ’র উদ্যোগে ২৫ মার্চ হাউস অব কমন্সে গুরুত্বপূর্ণ সেমিনার

BCAব্রিটিশ বাংলাদেশী রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন বিসিএ এসেক্স রিজিওনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৭ মার্চ বিকেল ৩টায় ব্রিটিশ পার্লামেন্টে কারী শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রায় ২০জন এমপি ও লর্ডকে নিয়ে একটি সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সাউথ এন্ড এর একটি রেষ্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের স্থানীয় সভাপতি ও কেন্দ্রীয় বিসিএর সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন মকদ্দুস। সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি আশরাফ হোসেন মুকুর, আব্দুল হক, জয়েন্ট ট্রেজারার আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন নজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বিসিএ নেতা এম এস লয়লুছ মিয়া, শফিক আলী, বদরুল উদ্দিন রাজু, আব্দুস সোবহান, ফয়সল আহমদ চৌধুরী, আবজল হোসেইন, আনোয়ার আহমদ মুরাদ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, বিসিএ প্রতিষ্ঠার পর থেকে রেষ্টুরেন্ট ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিলেতের মূলধারার রাজনীতিবিদদের সাথে বিসিএ ওতোপ্রোতভাবে কাজ করে আসছে। বর্তমানে এ শিল্প ভ্যাট ষ্টাফ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। এই সমস্যা সমাধানকল্পে আগামী ২৭ মার্চ ব্রিটিশ হাউস অব কমন্সে হাউস অব লর্ডসের সদস্য, মন্ত্রী, এমপিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বিসিএ এসেক্স রিজিওনের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়। সভায় এ সেমিনার সফল করতে আগামী ১৬ মার্চ চেমসফোর্ডে একটি নেটওয়ার্কিং সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। রেষ্টুরেন্ট সেক্টরকে বাচাতে বিলেতের সকল ব্যবসায়ীদের ভেদাভেদ ভুলে বিসিএর সদস্যপদ গ্রহণের আহবান জানানো হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button