ক্ষমা চাইলেন জার্মানির ইসলামবিরোধী নেত্রী

Jarmanক্ষমা চাইলেন জার্মানির ইসলাম বিরোধী নেত্রী। নিজেদের ভুল বুঝতে পেরে মুসলমানদের কাছে ক্ষমা চাইলেন জার্মানির অভিবাসি ও ইসলাম বিরোধী আন্দোলনের ‘এন্টি ইমিগ্রেন্ট পেট্রিওটিক ইউরোপিয়ান’ এর সাবেক প্রধান ক্যাথরিন ওয়েরটেল। আমি সকল অভিবাসি ও মুসলমানদের কাছে ক্ষমা চাইছি যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন এবং আমাদের আইন ও সংস্কৃতিকে সম্মান করছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পাঠানো এক ভিডিও বার্তায় গত বৃহস্পতিবার তিনি ক্ষমা প্রার্থনা করেন।
ক্যাথরিন বলেছেন, মুসলমানরা জার্মানি ও ইউরোপে সমস্যার মূল কারণ নয়। বরং যে ইস্যুতে ইসলাম বিরোধী আন্দোলন চলছে সেই ইস্যুটিই ভুল।
তিনি বলেন, রাজনৈতিক আশ্রয় গ্রহণকারিদেরকে জার্মানি ও ইউরোপের সমস্যা বলে দাবি করা হলেও তারা মূলত আমাদের প্রধান সমস্যা নয়। জার্মানির অভিবাসি ও মুসলমানদের সংখ্যা নেহায়েত কম নয়। তাই এই বিশাল জনগোষ্ঠীকে উপেক্ষা করার কোন সুযোগ নেই। তিনি বলেন, কুসংস্কার থেকে পরিত্রাণ পেতে ও শান্তি প্রতিষ্ঠায় আমাদের আলোচনার জন্য প্রস্তুত হতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button