পাকিস্তানে সশস্ত্র হামলায় শীর্ষ আলেম নিহত

আততায়ীদের হামলায় পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা সামিউল হক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এই ঘটনা ঘটে। মাওলানা সামিউল হক পাকিস্তানের বিখ্যাত দীনি শিক্ষা প্রতিষ্ঠান আখুরাখটক মাদ্রাসার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান ছিলেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৭ পর্যন্ত পাকিস্তানের সিনেটের সদস্য ছিলেন।

সামিউল হকের ছেলে হামিদুল হকের সূত্রে পাকিস্তানের ডেইলি জং জানায়, সন্ধ্যায় সামিউল হক বাসভবনে একা ছিলেন। তার সেবার দায়িত্বে নিয়োজিত দুইজনের একজনও তখন ছিলেন না। তারা ফিরে এসে দেখেন সামিউল হক রক্তে লুটোপুটি খাচ্ছেন। ঘাতকরা তার মাথায় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন স্বজনরা।

এদিকে এই ঘটনার পরপরই পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন সামিউল হকের অনুসারীরা। বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় নিন্দা জানিয়েছেন। চীন সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button