প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ

ভূঞাপুরে আওয়ামী লীগের হরতাল

উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাইয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করায় শনিবার দুপুরে সড়ক অবরোধ করে ভূঞাপুর পৌর আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামানের বিরুদ্ধে একক সিন্ধান্ত গ্রহন, অসাংগঠনিক কার্যকলাপ ও স্বেচ্ছারিতার অভিযোগে তারা এ কর্মসূচি পালন করেন।উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূলের মতামতের সাংগঠনিক নিয়ম থাকলেও তা প্রত্যাখান করে এমপি খন্দকার আসাদুজ্জামান তার আস্থাভাজন ও আওয়ামী পন্থি ৫ জন ইউপি চেয়ারম্যানদের নিয়ে গোপন বৈঠক করেছেন। এমন সংবাদে ভূঞাপুর পৌর আওয়ামী লীগের নির্বাচিত কমিটি শনিবার দুপুর ১টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভূঞাপুর-তারাকান্দি সড়কে অবস্থান নেয়। তারা রাস্তায় চেয়ার বসিয়ে এক ঘন্টার হরতাল পালন করে। এর ফলে পৌর এলাকায় সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে এই উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই নিয়ে দু’ভাগে বিভক্ত হচ্ছে ভূঞাপুর আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার বলেন, উপজেলা নির্বাচনে প্রার্থী মনোনয়নে পৌরসভা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ও তৃণমূলকে তোয়াক্কা না করে এমপি খন্দকার আসাদুজ্জামান মনগড়া তার কিছু লোকজন নিয়ে যে অগণতান্ত্রিক, অসাংগঠনিক বৈঠক করেছেন তার প্রতিবাদে আমরা অঘোষিতভাবে হরতাল পালন করেছি। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চঞ্চল বলেন, যে পর্যন্ত সাংগঠিকভাবে প্রার্থী বাছাই এবং সকল প্রকার কর্মকান্ড পরিচালিত না হবে সে পর্যন্ত প্রতিদিন ১১ টা থেকে বেলা ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী হরতাল পালন করা হবে। এ সময় আরো বক্তব্য রাখেন, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বরণ কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুজ্জামান, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button