টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের এজিএম এবং এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

Towerটাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাব ও লন্ডন টাইগার্স যৌথভাবে গত ৩ অক্টোবর পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের মাধ্যমে এ এওয়ার্ড প্রদান করে। দু ক্লাবই টাওয়ার হ্যামলেটে ক্রিকেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। শুধুমাত্র টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবই এ বারা থেকে শনিবারের কাউন্টি লীগে খেলে থাকে। এ ক্লাবের তিনটি এডাল্ট টিম, দুটি আন্ডার ১৭ টিম এবং ভিক্টোরিয়া পার্কে দুটি মিডউইক লীগ মিলে মোট ৭টি টিম আছে। লন্ডন টাইগার্সের ৫টি টিম পুর্ব লন্ডন ও পশ্চিম লন্ডনে খেলে থাকে।
বিভিন্ন ক্যাটাগরির প্রায় ৮৬টি এওয়ার্ড প্রদান করা হয় এ অনুষ্ঠানে। বিশেষ এওয়ার্ড প্রদান করা হয় জন চ্যালিনর, মাহবুবুল আলম, মো. তানভির হাসান এবং স্টিভ গ্রেভসকে তাদের অব্যাহত সহযোগিতার জন্য। জুনিয়র প্লেয়ার অব দি ইয়ার এওয়ার্ড পান টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের আরাফাত ভুঁইয়া। সিনিয়র প্লেয়ার অব দি ইয়ার এওয়ার্ড পান টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবের শাকিল আহমেদ এবং প্লেয়ার অব দি ইয়ার এওয়ার্ড পান লন্ডন টাইগার্সের সালমান আহমেদ। প্রধান এওয়ার্ড প্রদান করা হয় ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খানকে সবসময় তারা টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাবকে সহযোগিতা করার জন্য। পুরুষ্কার বিতরণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রফিক হায়দার প্রেসিডেন্ট টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাব, ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, জাকির খান হেড অব কমিউটিটি এ্যাফেয়ার্স ক্যানারি ওয়ার্ফ গ্রুপ, কাউন্সিলার রফিক উদ্দিন আহমদ-ক্যাবিনেট মেম্বার, কাউন্সিলার আব্দাল উল্লাহ, মাহবুব মুর্শেদ মাহবুব এন্ড কো¤ানি, ইবরার মির ডেইলি জং নিউজপেপার, সাজিদ পাটেল চেয়ারম্যান ন্যাশনাল ক্রিকেট লীগ, জন চ্যালিনর চেয়ারম্যান ক্যাপিটেল কীডস ক্রিকেট ক্লাব, মিসবাহ আহমেদ সিইও লন্ডন টাইগার্স, ফিল নাপেট চেয়ারম্যান টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাব, মো. শহিদুল আলম রতন ভাইস চেয়ারম্যান টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাব, আব্দুস সালাম সিনিয়র ভাইস চেয়ারম্যান লন্ডন টাইগার্স। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, জাওয়ার আলী জেনারেল সেক্রেটারি লন্ডন টাইগার্স এবং ট্রেজারার টাওয়ার হ্যামলেটস ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button