মির্জা আলমগীর, আব্বাস, সালাম কারাগারে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের পৃথক ৩ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে রাজধানীর রমনা থানার ৩ মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই ৩ মামলায় অভিযুক্ত আসামিরা গত ২০ জানুয়ারি হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেন। জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। ৯ মার্চ আপিল বিভাগ লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেন।
সকালে মির্জা আলমগীরসহ ৩ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করেন। আসামি পক্ষে এডভোকেট জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সানাউল্লাহ মিয়া মাসুদ আহমেদ তালুকদার শুনানিতে অংশ নেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button