গাদ্দাফির কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সারকোজি

nicolaফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি নির্বাচনি প্রচারের কাজে খরচ করার জন্য লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে দুই কোটি রুপি ঘুষ গ্রহণ করেছিলেন বলে তথ্য ফাঁস করেছেন একজন প্রত্যক্ষদর্শী। গাদ্দাফির সঙ্গে সারকোজি’র সাক্ষাতে দোভাষীর দায়িত্ব পালনকারী অনুবাদক মিফতাহ মিসৌরি এ তথ্য ফাঁস করেছেন।
গাদ্দাফির অত্যন্ত আস্থাভাজন এই অনুবাদক বলেছেন, ২০০৭ সালে নিকোলাস সারকোজির নির্বাচনি প্রচারদলকে দুই কোটি ইউরো অর্থ সহায়তা দিয়েছিলেন লিবিয়ার সাবেক শাসক কর্নেল গাদ্দাফি।
মিসৌরি বলেন, এ উপলক্ষে সারকোজির পক্ষ থেকে পাঠানো নির্বাচনি প্রচার টিমের একটি প্রতিনিধিদল ত্রিপোলিতে লিবিয়ার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। -পার্সটুডে

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button