উজবেকিস্তানে পর্যটকদের জন্য রাস্তার পাশে ‘ছোট মসজিদ’

ujbekistanস্থানীয় মুসলমান ও পর্যটকদের সুবিধার্থে রাস্তার পাশে ‘ছোট মসজিদ’ নির্মাণের ঘোষণা দিয়েছে উজবেকিস্তান সরকার। এই মসজিদগুলো দেশটির ৩ কোটি মুসলমান ছাড়াও সেদেশর ভ্রমণরত পর্যটকদেরও নামাজ আদায়ে উপকারে আসবে। উজবেকিস্তানের সরকারী কর্মকর্তারা জানিয়েছেন, অতি শীঘ্রই উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের বিভিন্ন রাস্তার পাশে ২২টি ছোট মসজিদ নির্মাণ করা হবে। উজবেক পর্যটন বোর্ড ঘোষণা করেছে, অধিক মুসলিম পর্যটকদের আকর্ষণ করার জন্য হোটেলের রুমগুলোয় পবিত্র কুরআনের পা-লিপি, জায়নামাজ, এবং কেবলানামা (কম্পাস) রাখা হয়েছে।
উজবেকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইসলাম কারিম উফের সময়ে অর্থাৎ ২০১৬ সালের আগে মুসলমানদের কার্যক্রম যার অধিকাংশই তাজিকিস্তানের জনগণ সহযোগিতা করতো। ইসলাম কারিম উফের পরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শওকত মীরা জায়য়েভ দায়িত্ব পালন করছেন। তিনি ক্ষমতায় আসার পর অর্থনৈতিক ও সামাজিক সংস্কার এবং জনগণের মধ্যে বিচ্ছিন্নতা কমানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button