৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মার্কস অ্যান্ড স্পেন্সারের

আগামী তিন মাসের মধ্যে সাত হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কস অ্যান্ড স্পেন্সার। নভেল করোনাভাইরাস মহামারীতে এর পোশাক ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ হাই স্ট্রিট রিটেইলার জায়ান্টটি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে মার্কস অ্যান্ড স্পেন্সার জানায়, অনলাইনে বিক্রি চাঙ্গা এবং হোম ডেলিভারি বৃদ্ধি সত্ত্বেও তা হাই স্ট্রিটে বিক্রিতে পতনের ফলে লোকসান কাটিয়ে ওঠায় যথেষ্ট নয়।
রিটেইল জায়ান্টটি বলছে, এটা স্পষ্ট হয়ে উঠেছে যে ব্যবসা-বাণিজ্যে বড় আকারের রূপান্তর ঘটছে। কভিড-১৯ মহামারী এতে কী প্রভাব রাখবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে।
মার্কস অ্যান্ড স্পেন্সার আরো বলেছে, লকডাউন পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে কীভাবে আমরা আরো নমনীয় হতে পারি এবং সৃজনশীলতার সঙ্গে কাজ করতে পারি। আমাদের সহকর্মীরা বাসায় একসঙ্গে অনেক কাজ করতে অভ্যস্ত হচ্ছেন এবং খাদ্য ও পোশাক ব্যবসায়ের মধ্যে সম্মিলন ঘটানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button