আমার বই ট্রাম্পের পতন আনবে : ওলফ

fire-and-furyমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা বইয়ের লেখক মাইকেল ওলফ দাবি করেছেন, এ বই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন ডেকে আনবে। কয়েকদিন ধরে বইটি নিয়ে আলোচনার পর শনিবার মুখ খুললেন ওলফ। বিবিসির টুডে প্রোগ্রামে তিনি বলেন, আমি মনে করি এই বইয়ের মজাদার প্রভাব হল, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পতন ঘটবে। শুক্রবার রাতভর টুইটারে মাইকেল ওলফ ও সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে আক্রমণ করেন ট্রাম্প। বইটি মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন তিনি।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বইয়ের নাম ‘ফায়ার অ্যান্ড ফিউরি : ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’। শুক্রবার মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের প্রকাশিত এ বইটি নিয়ে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয় সারাবিশ্বে চলছে আলোচনা-সমালোচনা। এ বইটিতে লেখক ওলফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বইটি প্রকাশের পর থেকে নানা আলোচনা চললেও এতদিন চুপ ছিলেন ওলফ। অবশেষে মুখ খুললেন তিনি। শনিবার বইটি প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন এ বই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পতন ডেকে আনবে। তিনি বলেন, আমি মনে করি এই বইয়ের মজাদার প্রভাব হল, এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের পতন ঘটবে। শুক্রবার রাতভর টুইটারে মাইকেল ওলফ ও সাবেক প্রধান কৌশলবিদ স্টিভ ব্যাননকে আক্রমণ করেন ট্রাম্প। বইটি মিথ্যায় ভরা বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য,‘সিএনএন’র পক্ষে এলিস ল্যাবটের নেয়া একান্ত সাক্ষাৎকারে এই বই প্রসঙ্গে টিলারসন বলেন, ট্রাম্পের মানসিক স্বাস্থ্য (মেন্টাল ফিটনেস) নিয়ে তার মনে কখনোই কোনো প্রশ্ন জাগেনি। -বিবিসি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button