জাকির নায়েকের বিরুদ্ধে নোটিশে ইন্টারপোলের না

Zakirজনপ্রিয় ইসলামধর্ম প্রচারক জাকরি নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে অস্বীকার করেছে ইন্টারপোল। কারণ, ভারতের তদন্তকারী সংস্থাগুলো তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণপত্র পেশ করতে পারেনি।
ভারতীয় গণমাধ্যম জানায়, জাকির নায়েকের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইন্টারপোল জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ বাতিল করে দিয়েছে। সারা বিশ্বের ইন্টারপোলের সব দপ্তর থেকে জাকির নায়েক সম্পর্কে তথ্য মুছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের নভেম্বরে জাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগ এনে এই সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।
গত মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাকির নায়েককে ভারতে ফেরানোর প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ। এরপর ভারত সরকারের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারকে এ ব্যাপারে অনুরোধ জানানো হবে। এরই পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের এই সিদ্ধান্তের ফলে জাকির নায়েককে গ্রেফতারের ভারতীয় পদক্ষেভ ব্যর্থ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button