প্রধানমন্ত্রীর সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য  সাক্ষাৎ করেছেন  আমিরাতের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজর আল শেহি। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে  তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে  প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে অধিক জনশক্তি বিশেষ করে দক্ষ ও আধাদক্ষ কর্মী নিয়োগে সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, বাংলাদেশ যোগ্য প্রকৌশলী, চিকিৎসক, নার্স, প্যারা মেডিকস, আইটি বিশেষজ্ঞ ও হিসাব রক্ষক গড়ে তুলেছে, যা আরব আমিরাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম। তিনি বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য সমপ্রসারণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে হালাল গোশত ও মাছ আমদানির জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ ও প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button