রোহিঙ্গাদের দেড় কোটি ডলার সহায়তা দিবে সৌদি আরব

Salmanরোহিঙ্গা মুসলিমদের জন্য অর্থ সহায়তা পাঠাবে সৌদি আরব। মঙ্গলবার  দেশটির মন্ত্রিপরিষদ সভায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদল্লাহ আজিজ। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।
জানা যায়, মন্ত্রিপরিষদ সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার নিন্দা জানানো হয়।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, মিয়ানমারের  রাখাইন রাজ্যে চলামান সহিংসতায়  ৪ লাখ ১৭  হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে  এবং বিভিন্ন শরণার্থী কাম্পে আশ্রয় নিয়েছে।-এনটিভি

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button