ইরানি প্রেসিডেন্টের সম্মানে নগ্ন ভাস্কর্য ঢেকে দিলো ইটালি

Italyইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি চলমান ইটালি সফরকালে সেদেশের কিছু নগ্ন ভাস্কর্য ঢেকে দেয়া হয়েছে। ইটালির একটি মিউজিয়ামে বাণিজ্য চুক্তির পর ইরানের প্রেসিডেন্ট এবং ইটালির প্রধানমন্ত্রী নিজেদের মাঝে আলোচনা করেন।
কিন্তু সেই মিউজিয়ামে কিছু নগ্ন ভাস্কর্য আছে। সে নগ্ন ভাস্কর্যগুলো দেখে ইরানের প্রেসিডেন্ট বিব্রত হতে পারেন, এমন আশঙ্কায় সেগুলো ঢেকে দেয়া হয়।
অফিসিয়াল নৈশভোজের সময় সেখানে অ্যালকোহলও রাখবে না ইটালির সরকার। কারণ ইসলামী রাষ্ট্র ইরানে ধর্মীয় বিধান অনুযায়ী অ্যালকোহল পান করা নিষিদ্ধ।
ইরানের প্রেসিডেন্টের ধর্মীয় অনুভূতিকে সম্মান দেখানোর জন্য ইটালির সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও ফ্রান্স সেগুলো অনুকরণ করবে না। বর্তমানে ইউরোপ সফরে থাকা ইরানের প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্য ফ্রান্স।
অবরোধ উঠে যাওয়ার পর অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে হাসান রুহানি এখন ইউরোপ সফর করছেন।
ইটালির ব্যবসায়ীদের উদ্দেশ্যে হাসান রুহানি বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল দেশ।
তিনি বলেন, উগ্রপন্থা মোকাবিলার জন্য অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে একমাত্র উপায়। বেকারত্ব সন্ত্রাসবাদের জন্ম দেয়।
ইটালি সফরকালে ইরানের প্রেসিডেন্ট পোপ ফ্রান্সিসের সাথেও দেখা করেন।
সন্ত্রাসবাদ মোকাবিলায় মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে কাজ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান পোপ ফ্রান্সিস।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button