সিরিয়া যুদ্ধে এক লাখ ১০ হাজারের বেশি মানুষের প্রাণহানি

সিরিয়ায় আড়াই বছর অব্যাহত যুদ্ধে এক লাখ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং নিহতদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। রোববার সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। অবজারভেটরী জানায়, নিহতদের মধ্যে অন্তত ৫৮৩৩ জন শিশু। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের শাসনবিরোধী অবজারভেটরী বৃটিশভিত্তিক মানবাধিকার গ্রুপ। অবজারভেটরীর বিবৃতিতে বলা হয়েছে, ২০১১ সালের ১৮ মার্চ থেকে ২০১৩ সালের ৩১ আগস্ট পর্যন্ত এক লাখ ১০ হাজার ৩৭১ জনের বেশি মানুষ নিহত হয়। বিপ্লবের প্রথম শহীদ হন দারা প্রদেশে একজন। বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে ৫৬ হাজার ১৩৮ জন বেসামরিক নাগরিক। এতে বলা হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণেই এ ধরনের ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটছে, অনেক মানুষ নিহত হচ্ছে। বিবৃতিতে সিরিয়ায় হত্যা বন্ধ করতে নিবিড়ভাবে কাজ করতে অন্যদের সাথে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানান হয়।
অবজারভেটরীর বিবৃতিতে বলা হয়, দামেস্কের শহরতলীতে গ্যাস হামলায় নিহতদের সংখ্যাও সর্বশেষ সংখ্যার সাথে যুক্ত হয়েছে। গ্যাস হামলার কারণে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দেয়।
বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহ গ্রুপের ১৭১ জনের প্রাণহানি ঘটেছে যুদ্ধে। হিজবুল্লাহ আসাদকে সাহায্যের জন্য যোদ্ধা পাঠায়, তবে সংঘর্ষে হিজবুল্লাহর কতজন সৈন্য নিহত হয়েছে হিজবুল্লাহ তা প্রকাশ করেনি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button