কানাডায় ইসলামপন্থী সম্মেলন বাতিল

কানাডার মন্ট্রিলের একটি মুসলিম যুব সম্মেলন শনিবার বাতিল করা হয়েছে। মন্ট্রিলের সম্মেলনকেন্দ্র পালাইস দ্য কংগ্রেসে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কুইবেক সরকার সম্মেলনটির সমালোচনা করেছিল। পালাইস দ্য কংগ্রেস এক বিবৃতিতে জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে’ এন্ট্রি সিল এট টেরে (স্বর্গ ও মর্ত্যরে মাঝে) শীর্ষক সম্মেলন তারা বাতিল করেছে। ৭ থেকে ৮ সেপ্টেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইন্টারনেট। সম্মেলনের বিরোধীরা বিশেষত আমন্ত্রিত ফরাসি বক্তা নাদির আবু আনাসের বিরুদ্ধে বিক্ষোভ করার পরিকল্পনা করেছিল। আনাস বলেছেন, যে নারী হিজাব পরতে চায় না, সে এইডস বা ক্যান্সারাক্রান্তের চেয়েও খারাপ। কুইবেকের নারীবিষয়ক মন্ত্রী অ্যাগনেস মাল্টাইস এই সম্মেলনের বেশ কয়েকজন আমন্ত্রিত বক্তার দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির জন্য কানাডার ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানান। কানাডার জননিরাপত্তা ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী স্টিভেন বানি বলেন, ধর্মীয় সাম্য ও স্বাধীনতার ওপর অনুষ্ঠেয় সম্মেলনটির ব্যাপারে ফেডারেল সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উদ্বিগ্ন ছিলেন। কুইবেক সরকার সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে ধর্মীয় পোশাক নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। সম্মেলনের আয়োজক সংস্থা তাদের বক্তা পছন্দের বিষয়কে সমর্থন করে বলেছেন, তারা নিছক প্রচার মাধ্যমের বিতর্কিত বক্তব্য দেখে তাদের অতিথিদের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সম্মেলনের মুখপাত্র ইসহাক মুস্তাকিন বলেছেন, তিনি এ ধরনের বক্তব্যকে অনুমোদন করেন না। তবে কানাডার বাইরে কে কী কথা বলেছেন সে জন্য তার সংস্থাকে দায়ী করা যাবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button