অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা প্রদানের দাবি লন্ডন মেয়র বরিস জনসনের

Borisএবার অবৈধ ইমিগ্র্যান্টদের সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে বৈধতা প্রদানের দাবি জানালেন লন্ডন মেয়র বরিস জনসন। বিশেষ করে যে সকল অবৈধ ইমিগ্র্যান্ট দীর্ঘদিন থেকে ব্রিটেনে বসবাস করছেন তাদের বৈধতা প্রদানের পক্ষে মত দিয়েছেন সরকার দলীয় কনসারভেটিভ পার্টির এই ক্ষমতাধর নেতা। অবশ্য মেয়র বরিস জনসন কর্তৃক এই দাবি উত্থাপিত হওয়ার আগেই গত সপ্তাহে প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন কনজারভেটিভ পার্টির আরেক এমপির এ ধরণের দাবির প্রেক্ষিতে অবৈধ ইমিগ্র্যান্ট বৈধতা দানের বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এর পরপরই মেয়র বরিস জনসন কর্তৃক এই দাবিটি উত্থাপিত করার মাধ্যমে স্পষ্টতই প্রাইম মিনিস্টারের বিপরীতমুখী অবস্থান নিলেন লন্ডন মেয়র। অবৈধ ইমিগ্র্যান্টকে ব্রিটেন থেকে বিতাড়নে কঠোর অবস্থান গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। কিন্তু লন্ডন মেয়র বরিস জনসন বলছেন, বর্ডার এজেন্সির স্টাফ এবং পুলিশরা অবৈধ ইমিগ্র্যান্টদের খুঁজে বের করে নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হচ্ছে। বরিস জনসন মনে করেন, এই ধরণের ব্যর্থতার কারণে অবৈধ ইমিগ্র্যান্টরা ব্রিটেনে বসবাসে এক ধরণের অলিখিত বৈধতা পেয়ে যাচ্ছেন। এলবিসি রেডিওর ফোন ইন প্রোগ্রামে অংশ নিয়ে অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা দানের জোরালো দাবিটি তুলেন মেয়র বরিস জনসন।
উল্লেখ্য, কোয়ালিশন সরকারের শরিক দল লিবডেম ২০১০ সালে তাদের নির্বাচনী ইশতেহারেও অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা প্রদানের কথা উল্লেখ করেছিলো। পরবর্তীতে অবশ্য দলটি এই বিষয়টিকে অগ্রাহ্য করেছে। অন্যদিকে গত সপ্তাহে কনজারভেটিভ পার্টির ডাকসাইটে এক এমপি ব্রিটেনের প্রায় অর্ধমিলিয়ন অবৈধ ইমিগ্র্যান্টকে বৈধতা দানের দাবিটি উত্থাপন করেছিলেন। তিনি বলেছিলেন, তাদেরকে বৈধতা দেওয়া হলে তারা নিয়মিত ট্যাক্স প্রদান করবে এরফলে ব্রিটেনের অর্থনীতিতেও সুফল পাওয়া যাবে। তিনি বলেন, অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা দেওয়া হলে এথনিক কমিউনিটিতে কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তাও বাড়বে। অবশ্য তার এই দাবিটি সরাসরি প্রত্যাখান করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এই বিষয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়ে ক্যামেরন বলেন, অবৈধ ইমিগ্র্যান্টদের সাধারণ ক্ষমা দেওয়ার দাবিটি আমার কাছে কখনোই গ্রহণযোগ্য বলে মনে হয় না। অবৈধ ইমিগ্র্যান্টদের প্রতি সদয় হলে সেটি ব্রিটেনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। এবার লন্ডন মেয়র বরিস জনসনের কণ্ঠে অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা প্রদানের দাবিটি উচ্চারিত হলে কনজারভেটিভ পার্টির ঐ এমপিও তার স্বপক্ষে সুর মিলিয়েছেন। তিনি বিবিসি রেডিওকে বলেন, ব্রিটেনে অবৈধভাবে ১০ কিংবা ১২ বছর থেকে বাস করছেন এমন অনেকেই রয়েছেন, যারা নগদ অর্থের বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন। এটিকে তিনি বস্ন্যাক ইকোনমি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ঐ সকল ইমিগ্র্যান্টদের যদি বৈধতা দেওয়া হয় তাহলে তারা কাজের মাধ্যমে ব্রিটেনের ট্যাক্স সিস্টেমে ইতিবাচক প্রভাব রাখবেন। তিনি অবৈধ ইমিগ্র্যান্টদের বৈধতা প্রদানের দাবিকে যুক্তিসংগত হিসেবে উল্লেখ করে এই লক্ষ্যে লন্ডন মেয়র বরিস জনসনের সাথে একযোগে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button