লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

LBPজঁমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দ্বিবার্ষিক নির্বাচন। গত শনিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যূতে অনুষ্ঠিত এ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২ প্রার্থী আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচিতরা হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পদে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মিডিয়া অফিসার মাহবুব রহমান। তাঁর প্রাপ্ত ভোট ১১২। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী পেয়েছেন ৫৫ ভোট। এসিসটেন্ট সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৯। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাপ্তাহিক বাংলা টাইমসের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী পেয়েছেন ৭৪ ভোট।  প্রচার ও প্রকাশণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা টিভির হেড অব নিউজ মিলটন রহমান। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১০৭। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাপ্তাহিক সুরমার বার্তা সম্পাদক কবি আবদুল কাইয়ূম পেয়েছেন ৫৮ ভোট।
শনিবার রাত সাড়ে ৭টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহমুদ হাসান এমবিই, কমিশনার বজলুর রশীদ এমবিই ও কমিশনার হাবিবুর রহমান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেসকল প্রার্থী নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন, প্রেসিডেন্ট পদে সাপ্তাহিক জনমত সম্পাদক নবাব উদ্দিন, সেক্রেটারি জেনারেল পদে সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এমদাদুল হক চৌধুরী, ট্রেজারার পদে চ্যানেল এস এর চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের, অর্গানাইজিং সেক্রেটারি (এমপ্লয়বিলিটি এন্ড ট্রেনিং) পদে সাপ্তাহিক পত্রিকার বিশেষ প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী।
এছাড়া ইনফরমেশন টেকনোলজি সেক্রেটারি পদে মুসলিম উইকলি’র এমডি মোহাম্মদ সোবহান, ইভেন্ট সেক্রেটারি পদে তৌহিদ আহমদ, বিজনেস এন্ড ইনোভেশন সেক্রেটারি পদে সাপ্তাহিক জনমতের ম্যানেজিং ডিরেক্টর আমিরুল ইসলাম চৌধুরী, গভর্ণেন্স এন্ড পলিসি সেক্রেটারি পদে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির মিডিয়া এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন, ফান্ডরেইজিং সেক্রেটারি পদে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার বার্তা সম্পাদক জাকির হোসেন কয়েছ, কমিউনিটি সেক্রেটারি আহাদ চৌধুরী বাবু, ফরেন এফেয়ার্স এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি পদে বাংলা টিভির অপারেশন ম্যানেজার আবু সালেহ মোহাম্মদ মাসুম ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে সাপ্তাহিক বাংলা পোষ্টের হেড অব প্রোডাকশনস সালেহ আহমদ ।
দুপুর ১২টায় সাধারণ সভা শুরু হয়। সভাপতির বক্তব্য রাখেন প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সেক্রেটারির রিপোর্ট পেশ করেন এমদাদুল হক চৌধুরী এবং আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মুহাম্মদ জুবায়ের।
সাধারণ সভা ও মধ্যা?ভোজ শেষে বেলা আড়াইটায় ভোট গ্রহণ শুরু হয়ে তা বিরতিহীনভাবে চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
ভোটগ্রহণ পরবর্তী সময়ে ছিলো আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি হিশেবে আমন্ত্রিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশনার ড. এম এস হান্নান, ডেপুটি হাই কমিশনার খন্দকার তালহা, বিমান বাংলাদেশের ইউকে কান্ট্রি ম্যানেজার আতিক রহমান চিশতিসহ প্রেস ক্লাবের লাইফ সদস্যগণ।
এবারের নির্বাচনে তিন পদে নির্বাচন হওয়ায় ভোটের আমেজ ছিলো কম। ১২ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মূলত তিন প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে ১৯০ ভোটারে মধ্যে ১৬৮জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button