১০৫ বছর বয়সে হজের স্বপ্ন পূরণ

Haji105yearsoldহজ করার তীব্র বাসনা নিয়ে বহু বছর কাটিয়ে দিয়েছেন। অর্থাভাবে তা আর হয়ে উঠেনি। ১৫ বছর ধরে অর্থ জমিয়েও সম্ভব হয়ে উঠছিলনা। তাই বলে হাল ছাড়েননি। জীবনের শেষ প্রান্তে ১০৫ বছর বয়সে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে নুর মোহাম্মদের।
১০৫ বছর বয়সে হজে যাওয়া এই পাকিস্তানি হাজি যাত্রী নূর মোহাম্মাদ বলেন, ‘আমি হজ করতে যেতে বার বার ব্যর্থ হয়েছি, কিন্তু হতাশ হয়নি। আমি টাকা জমানো অব্যাহত রাখি এবং শেষ পর্যন্ত স্বপ্ন পূরণে সফল হই।’
নূর মোহাম্মাদ বলেন, ‘প্রতি বছর হজের খরচ বাড়তে থাকে। প্রতি বছরই আমি পর্যাপ্ত অর্থ জমানোর চেষ্টা করি। কিন্তু আমি পারিবারিক অবস্থার কারণে প্রয়োজনীয় অর্থ জমাতে ব্যর্থ হই।’
তিনি বলেন, ‘আমার বয়স যখন ১০০ পার হয়েছে তখন আমি হজের টাকা জমাতে সক্ষম হয়েছি।’
নূর মোহাম্মাদ বলেন, ‘আমার বন্ধু-বান্ধব, যারা এখন সবাই মারা গেছেন, আমাকে বলেছিল, হজ করা খুব কঠিন। কিন্তু আমি এসে যা দেখলাম, তাতে মনে হলো, হজ করা এখন অনেক সহজ।’
পাকিস্তানী এ হাজী যতক্ষণ পত্রিকার সঙ্গে কথা বলেছেন ততক্ষণই তার দুই চোখ অশ্রুসিক্ত ছিল, যা ছিল আনন্দ অশ্রু। সূত্র: আল-হায়াত

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button