মার্সিডিজ গাড়ির চেয়েও দামি বকরি !

Bokriহ্যাঁ অবিশ্বাসের মতো শোনালেও কথাটা একশ ভাগ সত্যি। ভারতের রাজস্থানের একটি বকরির দাম উঠেছে মার্সিডিজ গাড়ির চেয়েও বেশি। ইতোমধ্যে তার দাম উঠেছে ৪৮ লাখ রুপি। মালিকের দাবি অবশ্য আরও বেশি ৬১ লাখ। কোরবানির ঈদ-পর্ব যেমন এগিয়ে আসছে বাড়ছে বকরির চাহিদাও, সেই মতো বাড়ছে বকরির দামও। সেই দাবির সঙ্গে পাল্লা দিয়ে ভারতের রাজস্থানের ভিলওয়াড়া গ্রামের একটি বকরির দাম উঠেছে ৪৮ লাখ রুপি। কেন এত দাম? খোঁজ নিয়ে জানা গেছে এই বকরির কানে নাকি অস্পষ্টভাবে পবিত্র কোরআনের কয়েকটি শব্দ উৎকীর্ণ রয়েছে। সে কারণেই এই বকরিটির দাম এখন আকাশছোঁয়া। দিনে দিনে বাড়ছে তার জনপ্রিয়তাও। বকরির মালিকের নাম গোবিন্দ চৌধুরি। তিনি নিজে তার এই বিরল বকরির দাম হেঁকেছেন ৬১ লাখ রুপি। গোবিন্দ জানিয়েছেন, তিনি আশা করছেন বকরিটির দাম নাকি তার চেয়েও বেশি পাবেন। আগত বকরি পর্বে কোরবানির জন্য এই বকরিটিকে রাজ্যে অত্যন্ত ‘খাস’ বলে মনে করা হচ্ছে। গোবিন্দ তার এই বকরিটির দেখাশোনার ওপরও বিশেষ নজর দিয়েছেন। তার জন্য তিনি বিশেষ একটি এয়ারকন্ডিশন্ড (শীততাপ-নিয়ন্ত্রিত) কামরার ব্যবস্থা করেছেন। তাকে খাওয়ানো হচ্ছে শুধু ড্রাই ফুড। গোবিন্দ জানিয়েছেন কিছুদিন আগে তিনি এই বকরিটি ১০ লাখ রুপিতে কিনেছেন।এ বছর বকরির চাহিদা যেন মাত্রা ছাড়িয়ে গেছে। ফলে তার কেনাবেচা বাজার বা হাটের মধ্যেই সীমাবদ্ধ নেই, ঙষী বা য়ঁরশৎ- তার এর মতো অনলাইন সাইটেও বকরির বিক্রি রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতে তাই এখন অনলাইনেও তাদের কেনা বা বেচা যাচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button