নিউ ইয়র্কে দুই ঈদে স্কুল ছুটি থাকবে

নিউ ইয়র্কে মুসলমানদের প্রধান উৎসব দুই ঈদে প্রথমবারের মতো সরকারি স্কুলগুলো বন্ধ থাকবে। তবে তা কার্যকর হবে আগামী বছর। মুসলমানদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য মেয়র বিল ডি ব্লাসিও সম্প্রতি এই সিদ্ধান্তের কথা ঘোষণা দিয়েছেন।
নগরীর মুসলমানরা মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। কুইন্সের জামাইকা মুসলিম সেন্টারের আবদুল খঅন বলেন, এর ফলে শিশুরা ঈদের দিন পরিবার সদস্যদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে পারবে, শুভেচ্ছা জানাতে পারবে, উপহার গ্রহণ করতে পারবে।
মুসলিম অ্যাক্টিভিস্টরা প্রায় এক দশকের বেশি সময় ধরে দুই ঈদে স্কুলগুলো বন্ধ রাখার দাবি জানিয়ে আসছিল। বিশেষ করে ৯/১১-এর পর এই আন্দোলন জোরদার হয়। বিস্ময়ের ব্যাপার হলো, এই দাবির বিরুদ্ধে কেউ কথা বলেনি।
এর আগে খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের উৎসবে ছুটি পেত। এছাড়া লেবার ডে, রশ হাসনাহ, কলম্বাস ডে, ভেটার্নস ডে, থ্যাংকস গিভিংস ডে, ক্রিসমাস, নিউ ইয়ার্স ডে, ড. মার্টিন লুথার কিং জুনিয়র ডে, প্রেসিডেন্টস ডে, মেমোরিয়াল ডে উপলক্ষে নিউ ইয়র্কের স্কুলগুলো বন্ধ থাকত।
নিউ ইয়র্ক স্কুলগুলোর মোট শিক্ষার্থীর প্রায় ১০ শতাংশ মুসলমান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button