বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ৭৪ ডিগ্রি ইরানে

Hot Weatherগরমের অন্য সংজ্ঞা তৈরি হল ইরানে। গরমকালে ভারতের বহু রাজ্যে তাপমাত্রা নিদেন পক্ষে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলেই গণমাধ্যমের শিরোনামে আসে হিটস্ট্রোকে মৃত্যুর খবর। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে ত্রাহি-ত্রাহি রব ওঠে। গলদঘর্ম দশায় ত্রাতা হিসেবে একটু বৃষ্টিই তখন অমৃতের সমান।
কিন্তু তাপমাত্রার পারদ সূচকে এবার বিশ্ব ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড তৈরি হল ইরানে। ইরানের বর্তমান তাপমাত্রা ছুঁয়েছে ৭৪ ডিগ্রি সেলসিয়াস! হ্যাঁ, ঠিকই পড়েছেন, অস্বস্তি সূচকে ৭৪ ডিগ্রি সেলসিয়াসে নাভিশ্বাস উঠছে গোটা ইরানে।
মধ্যপ্রাচ্যের ভৌগলিক অবস্থানে তাপগম্বুজে পরিণত হয়েছে ইরান। অর্থাৎ চারিদিক থেকে তাপ বিকিরণ হয়ে ইরানে জমাট বেঁধেছে। ফলে চূড়ান্ত তাপপ্রবাহে দগ্ধ ইরানবাসী। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, বৃহস্পতিবার থেকে ৩ দিনে সপ্তাহ হচ্ছে ইরানে।
সরকার ঘোষণা করে দিয়েছে, সপ্তাহে ৪ দিন স্কুল, কলেজ, অফিস সব বন্ধ থাকবে। কাজের দিন ধার্য করা হয়েছে তিনদিন।
অ্যাকিউ ওয়েদারের আবহাওয়াবিদ অ্যান্টনি সাগলিয়ানির কথায়, ‘আমার দীর্ঘ পেশার জীবনে এত তাপমাত্রা দেখার অভিজ্ঞতা হয়নি। বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা এটাই।’
ইরানের খুজিস্তান প্রদেশের বন্দর ই মাহশাহর ইরানের সবচেয়ে জনবহুল ও অন্যতম প্রধান শহর। লোকসংখ্যা প্রায় ২ লাখ। বন্দর-ই-মাহশাহরের বাসিন্দারা খুব প্রয়োজন না-হলে বাড়ির বাইরে বেরুনোর কথা ভাবতেও পারছেন না।
বৃহস্পতিবারই তাপমাত্রা ৭০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। শুক্রবার তা আরও ৪ ডিগ্রি বেড়ে যায়। এত তাপমাত্রায় কাজ করছে না এয়ার কন্ডিশন মেশিনও। মধ্যপ্রাচ্যের তাপগম্বুজের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ ইরাকেও। প্রচণ্ড গরমে সে দেশেও ৭ দিনের বদলে তিন দিনে সপ্তাহ ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button