শতাধিক যাত্রী নিয়ে পটুয়াখালীতে লঞ্চডুবি, উদ্ধার ৩০

পটুয়াখালীর লোহালিয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পটুয়াখালী লঞ্চ ঘাট থেকে আধা কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকাগামী আঁচল-৫ নামে যাত্রীবাহী একটি ডাবল ডেকার লঞ্চের ধাক্কায় এমভি শাথিল নামে একতলা ওই লঞ্চটি ডুবে যায়।
পরে আঁচল সেখানে থামিয়ে নদীতে বয়লার ফেলে ডুবে যাওয়া লঞ্চটির যাত্রীদের সাঁতরে উঠতে সহায়তা করে। এ সময় কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠে।
সাঁতরে প্রাণে বেঁচে যাওয়া একাধিক যাত্রী জানায়, ডুবে যাওয়া এমভি সাথিল নামের লঞ্চটিতে বেশ কয়েকজন নারী ও শিশু ছিল। এছাড়া লঞ্চে মাছের কিছু ঝুড়িও ছিল বলে জানায় তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে। এখন পর্যন্ত ৩০ জনকে উদ্ধার করার খবর পাওয়া গেছে।
পটুয়াখালী নৌবন্দরের উপ-পরিচালক মো. বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডুবে যাওয়া লঞ্চটি রাঙ্গাবালি থেকে পটুয়াখালী জেলা সদরে যাচ্ছিল। আঁচল-৫ নামের অপর লঞ্চটি পটুয়াখালী থেকে বিকালে ঢাকার পথে রওনা হয়।
দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ডুবে যাওয়া লঞ্চটি শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button