শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে সিরিসেনা জয়ী

Srilankaশ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে মাইথ্রিপালা সিরিসেনা জয়ী হয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট মহিন্দ রাজাপাকসে পরাজয় স্বীকার করে নিয়েছেন। গতকাল দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়।
রাজাপাকসে পরাজয় স্বীকার করে বলেছেন, তিনি সাবলীলভাবে ক্ষমতা হস্তান্তর করবেন। তার প্রেস সেক্রেটারি বিজয়নন্দ হেরাথ শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন।
হেরাথ বলেন, প্রেসিডেন্ট আজ সকালে সাবেক প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্গের সাথে কথা বলেছেন। প্রেসিডেন্ট পরাজয় স্বীকার করে নিয়েছেন। তিনি পরাজয় স্বীকার করে তিনি জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করে ক্ষমতা হস্তান্তর করবেন।
এর আগে শুক্রবার ভোরে ১৬০টি ভোট বিভাগের ১১টির ফলাফল অনুযায়ী সিরিসেনা ৫৬.৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর রাজাপাকসে পেয়েছেন মাত্র ৪২ ভাগ ভোট। রাজাপাকসে তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতার অংশ নিয়েছিলেন।
গতকাল ১৫.০৪ মিলিয়ন ভোটারের ৭৫ শতাংশের বেশি ভোট দেন।
নভেম্বরে নির্বাচনের তারিখ ঘোষণার সময় মনে হচ্ছিল রাজাপাকসে সহজেই জয়ী হবেন। কিন্তু রাজপাকসের বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনা নিজ দল ত্যাগ করে প্রধান বিরোধী জোটের প্রার্থী হওয়ার পর সব হিসাব উল্টে যায়।
শ্রীলঙ্কার সেনাবাহিনী ২০০৯ সালে বিদ্রোহী তামিল টাইগারদের নির্মূল করার পর রাজাপাকসে রাজনীতিতে অজেয় হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন। ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের অবসান ঘটায় দেশটিতে সমৃদ্ধির পথে এক নতুন যুগের সূচনা ঘটে। তবে তিনি স্বজনপ্রীতির জন্য ব্যাপক সমালোচিত হন।
রাজাপাকসে ২০১০ সালের নির্বাচনে ব্যাপক জয় পান। তবে সমালোচকদের মতে, রাজাপাকসে সংখ্যালঘু তামিলদের সঙ্গে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন। তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপসহ দুর্নীতির অভিযোগের মধ্যে তিনি তার দ্বিতীয় মেয়াদ অতিবাহিত করেছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button