ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা মন্ত্রিসভায়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। বেপরোয়া ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে জাতিসংঘের কাছে আহ্বান জানাবে বাংলাদেশ।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই এই নিন্দা জানানো হয়।
এদিকে বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।
গত ৬ দিন ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহতভাবে বিমান, রকেট ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত ১৭২ জন নিহত হয়েছেন।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইঞা জানান, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিসি ট্রাইব্যুনালের রায় সরকারি গেজেটে প্রকাশ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ে বোর্ড (রহিতকরণ) আইন, ২০১৪ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয় এই বৈঠকে।
মোশাররফ হোসাইন বলেন, বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী সালিসি ট্রাইব্যুনালের রায় সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় অবহিত করা হয়। আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।
এ ছাড়া বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির সংশোধিত খসড়ারও অনুমোদন দেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button