প্রতিবিপ্লব ও অভ্যুত্থানে ক্ষতবিক্ষত ইয়েমেন : নোবেল বিজয়ী কারমান

Karmanইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেন প্রতিবিপ্লব ও সামরিক অভ্যুত্থান ঘটানো হয়েছে। এ অভ্যুত্থ্যানের নেতৃত্ব দিচ্ছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং তা বাস্তবায়ন করছে ইরান সমর্থিত শিয়াপন্থী হাউছি বিদ্রোহীরা। এ প্রতিবিপ্লব ও অভ্যুত্থানে ক্ষতবিক্ষত ইয়েমেনের জনজদ।
এই নারী মানবাধিকার কর্মী জোর দিয়ে বলেন, ইয়েমেনের জনগণ ইরানি ও হাউছিদের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে। আনাদোলু বার্তা সংস্থার সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এই অভ্যুত্থানের লক্ষ্য হচ্ছে ইয়েমেনবাসীর স্বপ্নকে ধূলিস্যাৎ করা এবং ২০১১ সালের বিপ্লবকে ধ্বংস করা। ইয়েমেনের ওপর আবদুল মালিক আল হাউছির নিয়ন্ত্রণকে জনগণ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।’ পটপরিবর্তনের সময় কিছু ভুলত্রুটি এবং সশস্ত্র¿ বিদ্রোহ ও দুর্নীতি দমনে ধীরগতি সত্ত্বেও তিনি সদ্য পদত্যাগকারী প্রেসিডেন্ট আবদুর রব্বুহ মনসুর হাদির প্রতি তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। এ ছাড়া তিনি একটি নতুন সংবিধান প্রণয়ন এবং হাদির তত্ত্বাবধানে একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দেন।
কারমান আরো বলেন, প্রেসিডেন্ট হাদি দীর্ঘদিন ধরেই ইয়েমেনে চলমান উপজাতিগত ও সাম্প্রদায়িকতার একজন বন্দী।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button