নিজের ‘হার্ট’ ব্যাগে নিয়ে ঘুরেন যিনি

Heartবিচিত্র এই পৃথিবী। নিত্যদিন ঘটছে সব বিচিত্র ঘটনা। যা মানব ধারণাকেও মাঝে মাঝে হার মানিয়ে সত্য হয়। তবে তা আবার মানবের হাতেই ঘটে থাকে। সেরকম ঘটনাই হলো, মানব দেহের বাহিরে রাখা হয়েছে ‘হার্ট’। যা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেনা। আর সে ‘হার্ট’ ব্যাগে নিয়ে সানন্দে দিন কাটাচ্ছেন এক ব্যক্তি। তবে এমন অদ্ভুত ঘটনা যে কারোরই চোখ কপালে তুলবে।
তার সৃষ্টিকর্তা প্রদত্ত হার্ট নষ্ট হয়ে গেছে। তাকে বাঁচিয়ে রাখতে দেহে সংযুক্ত করা হয়েছে কৃত্রিম ‘হার্ট’।
যাকে নিয়ে এ ঘটনা তার নাম স্টান লারকিন (২৪)। তিনিই প্রথম ব্যক্তি যিনি কৃত্রিম ‘হার্ট’ ব্যাগে করে ঘুরে বেড়াচ্ছেন। ২০১৪ সালের ডিসেম্বর থেকে তিনি আর হাসপাতালে থাকছেন না। এ ঘটনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান স্ট্যাটে ব্যপক তোলপাড় শুরু হয়েছে।
লারকিন ১৬ বছর বয়সে বাস্কেটবল খেলার সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর থেকে ডাক্তাররা জানান, তার হার্ট শতকরা ৮৫ ভাগ নষ্ট হয়ে গেছে।
এর পরেই ‘University of Michigan Frankel Cardiovascular Center’ তার দেহে কৃত্রিম হার্ট সংযোজন করে। যা নিয়ে তিনি বেঁচে আছেন। সন্তানদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন, চার্চে যাচ্ছেন এবং বিভিন্ন দিবসও উদযাপন করছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button