ইরাকে মার্কিন সেনা মোতায়েন

ইরাকে সামরিক বাহিনীর ২৭৫ সদস্যকে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ও সেখানকার কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে ইরাকের বসরা ও ইরবিলে সরিয়ে নিতে সহায়তা করবেন মার্কিন সেনা সদস্যরা। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। এতে আরও বলা হয়, মার্কিন ওই সেনা সদস্যরা ইরাক সরকারের সম্মতিতেই সে দেশে প্রবেশ করছেন। গত সপ্তাহে সুন্নি বিদ্রোহী সংগঠন ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লিভেন্টের (আইএসআইএস) সদস্যরা ইরাকের বেশ কয়েকটি শহর ও শহরতলি নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনার প্রেক্ষিতে আইএসআইএস বিদ্রোহীদের থামাতে সম্ভাব্য পদক্ষেপসমূহ নিয়ে ইরাকের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button