ঢাকায় ২০ দল সমর্থিত কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা ঘোষণা

সিটি নির্বাচনে মেয়র পদে ঢাকার উত্তরে তাবিথ আউয়াল ও দক্ষিণে মির্জা আব্বাসকে প্রার্থী ঘোষণার পর কাউন্সিলরদের চূড়ান্ত তালিকাও প্রকাশ করেছে আদর্শ ঢাকা আন্দোলন। সংগঠনের আহবায়ক ড. এমাজউদ্দীন আহমদ ও সদস্য সচিব শওকত মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তালিকা প্রকাশ করা হয়। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সমর্থন দিয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের পরামর্শক্রমে কাউন্সিলরদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। কাউন্সিলর পদে অধিকাংশ ওয়ার্ডে একাধিক প্রার্থী নির্বাচনের ইচ্ছা পোষণ করলেও নতুন ও পুরাতনদের সমন্বয় করে তালিকা প্রণয়ন করা হয়েছে।
আদর্শ ঢাকা আন্দোলনের সদস্য সচিব ও পেশাজীবী আন্দোলনের নেতা শওকত মাহমুদ এ বিষয়ে বলেছেন, কাউন্সিলর পদে বিজয়ী হতে পারবেন, এমন প্রার্থীদেরই চূড়ান্তভাবে সমর্থন দেয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা :
মোস্তাফিজুর রহমান সেগুন (ওয়ার্ড-১); মো: সাজ্জাদ হোসেন (ওয়ার্ড-২); কাজী আলী ইমাম আসাদ (ওয়ার্ড-৩); সাব্বির দেওয়ান জনি (ওয়ার্ড-৪); মো: আনোয়ার হোসেন (ওয়ার্ড-৫); মাহফুজ হোসাইন খান সুমন (ওয়ার্ড-৬); রবিউল আউয়াল সোহেল (ওয়ার্ড-৭); ফেরদৌসী আহমেদ মিষ্টি (ওয়ার্ড-৮); ডা. মো: বদিউজ্জামান (ওয়ার্ড-৯); মো: মাসুদ খান (ওয়ার্ড-১০); এএলএম কাওসার আহম্মদ (ওয়ার্ড-১১); মুক্তিযোদ্ধা মো : বাবুল আক্তার (ওয়ার্ড-১২); মো: আব্দুল মতিন (ওয়ার্ড-১৩); আক্তার হোসেন জিল্লু (ওয়ার্ড-১৪); অধ্যক্ষ মো: লিয়াকত আলী (ওয়ার্ড-১৫); আলহাজ্ব সৈয়দ একরাম হোসেন বাবুল (ওয়ার্ড-১৬); মো: শাহিনুর আলম (ওয়ার্ড-১৭); ইঞ্জিনিয়ার কাজী আবদুল লতিফ (ওয়ার্ড-১৮); ফারুক হোসেন ভূইয়া (ওয়ার্ড-১৯); মো: হাবিব উল্লাহ হবি (ওয়ার্ড-২০); এজিএম সামছুল হক সামসু (ওয়ার্ড-২১); ফয়েজ আহমেদ (ওয়ার্ড-২২); আবুল মেছের (ওয়ার্ড-২৩); মাহমুদুল আলম মন্টু (ওয়ার্ড-২৪); সাইফুল আলম কাজল (ওয়ার্ড-২৫); (ওয়ার্ড-২৬/ পরবর্তিতে জানানো হবে); আনোয়ারুজ্জামান আনোয়ার (ওয়ার্ড-২৭); প্রিন্সিপাল আ: সাত্তার (ওয়ার্ড-২৮); মো: এনায়েতুল হাফিজ (ওয়ার্ড-২৯); আবুল হাসেম হাসু (ওয়ার্ড-৩০); ফরিদ উদ্দিন ফরহাদ (ওয়ার্ড-৩১); আতিকুল ইসলাম মতিন (ওয়ার্ড-৩২); সাহবুদ্দিন মুন্না (ওয়ার্ড-৩৩); মো: ওসমান গনি শাহজাহান (ওয়ার্ড-৩৪); শেখ আমির হোসেন আমির (ওয়ার্ড-৩৫) এবং সাজেদা আলী হেলেন (ওয়ার্ড-৩৬)।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা :
হুমায়ুন কবির (ওয়ার্ড-১); হাবিবা চৌধুরী বিথি (ওয়ার্ড-২); আবুল হোসেন (ওয়ার্ড-৩); মো: গোলাম হোসেন (ওয়ার্ড-৪); মো: হামিদুল হক (ওয়ার্ড-৫); মো: শামছুল হুদা (ওয়ার্ড-৬); মো: শামছুল হুদা কাজল (ওয়ার্ড-৭); ইসমাইল হোসেন (ওয়ার্ড-৮); মকবুল আহমেদ আকন্দ (ওয়ার্ড-৯); মো: হারুনুর রশিদ (ওয়ার্ড-১০); মো: দেলোয়ার হোসেন দেলু (ওয়ার্ড-১১); ফজলে রুবাইয়াত পাপ্পু (ওয়ার্ড-১২); মো: লোকমান হোসেন ফকির (ওয়ার্ড-১৩); মো: রফিকুল হক (ওয়ার্ড-১৪); (ওয়ার্ড-১৫/ পরবর্তিতে জানানো হবে); সিরাজুল ইসলাম (ওয়ার্ড-১৬); সাইদুর রহমান (ওয়ার্ড-১৭); মো: জাহাঙ্গীর হোসেন (ওয়ার্ড-১৮); মো: আরিফুল ইসলাম আরিফ (ওয়ার্ড-১৯); (ওয়ার্ড-২০/ পরবর্তিতে জানানো হবে); খাজা হাবিবুল্লাহ হাবিব (ওয়ার্ড-২১); (ওয়ার্ড-২২/ পরবর্তিতে জানানো হবে); সাঈদ হোসেন সোহেল (ওয়ার্ড-২৩); (ওয়ার্ড-২৪/ পরবর্তিতে জানানো হবে); হাজী আলতাফ হোসেন (ওয়ার্ড-২৫); মীর আশরাফ আলী আজম (ওয়ার্ড-২৬); সাইদা মোর্শেদ (ওয়ার্ড-২৭); উম্মে খাদিজা পারভেজ (ওয়ার্ড-২৮); শফিকুল ইসলাম রাসেল (ওয়ার্ড-২৯); হাজী মো: আব্দুর রাজ্জাক (ওয়ার্ড-৩০); মো: রফিকুল ইসলাম রাসেল (ওয়ার্ড-৩১); ইমরানুল ইসলাম (ওয়ার্ড-৩২); মো: মোহন (ওয়ার্ড-৩৩); মো: মামুন (ওয়ার্ড-৩৪); ইয়াকুব সরকার (ওয়ার্ড-৩৫); (ওয়ার্ড-৩৬/ পরবর্তিতে জানানো হবে); এ বি এম পারভেজ রেজা (ওয়ার্ড-৩৭); মেহেরুন নেছা (ওয়ার্ড-৩৮); (ওয়ার্ড-৩৯/ পরবর্তিতে জানানো হবে); মকবুল ইসলাম খান টিপু (ওয়ার্ড-৪০); মো: লিয়াকত আলী (ওয়ার্ড-৪১); (ওয়ার্ড-৪২/ পরবর্তিতে জানানো হবে); মো: ফরিদ উদ্দিন আহমেদ (ওয়ার্ড-৪৩); মো: আব্দুস শাহেদ মন্টু (ওয়ার্ড-৪৪); আবদুল কাদির (ওয়ার্ড-৪৫); মো: ফারুক (ওয়ার্ড-৪৬); কাজী মাহাবুব মওলা হিমেল (ওয়ার্ড-৪৭); আতিকুল্লাহ আতিক (ওয়ার্ড-৪৮); (ওয়ার্ড-৪৯/ পরবর্তিতে জানানো হবে); রাইছেল হাসান হবি (ওয়ার্ড-৫০); নাজির আহমেদ মিয়া (ওয়ার্ড-৫১); বাদল রানা (ওয়ার্ড-৫২); মো: মীর হোসেন মীরু (ওয়ার্ড-৫৩); (ওয়ার্ড-৫৪/ পরবর্তিতে জানানো হবে); হাজী মো: শহিদুল্লাহ (ওয়ার্ড-৫৫); হাজী আব্দুল বাতেন (ওয়ার্ড-৫৬); মো: রাসেল আলম (ওয়ার্ড-৫৭)।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা : শামীমা আক্তার সোমা (ওয়ার্ড- ২, ৩, ৪), হোসনে আরা চৌধুরী (ওয়ার্ড- ৫, ৬, ৭), হোসনে আরা বেগম (ওয়ার্ড- ৮, ৯, ১০), মাজেদা বেগম মিতা (ওয়ার্ড- ১, ১১, ১২), সৈয়দা মরিয়ম বেগম সীমা (ওয়ার্ড- ১৩, ১৯, ২০), শিরিন জাহান (ওয়ার্ড- ১৬, ১৭, ২১), নিলুফা রহমান (ওয়ার্ড- ২২, ২৩, ২৬), শাহীন আক্তার শানু (ওয়ার্ড- ২৪, ২৫, ২৯), সামসুন নাহার ভূইয়া (ওয়ার্ড- ২৭,২৮,৩০), নাসরিন রশিদ পুতুল (ওয়ার্ড- ৩১, ৩২, ৩৩), মিসেস সুরাইয়া বেগম (ওয়ার্ড- ৩৫, ৩৬, ৩৭), মমতাজ চৌধুরী টুটু (ওয়ার্ড- ৩৪,৩৮,৪১), ফরিদা ইয়াসমিন (ওয়ার্ড- ৩৯, ৪০, ৪৯), রাশিদা আক্তার রাণী (ওয়ার্ড- ৪৮,৫০,৫১), মনি বেগম (ওয়ার্ড- ৪২,৪৩,৪৪), আসমা আফরিন (ওয়ার্ড- ৪৫, ৪৬, ৪৭), খালেদা আলম (ওয়ার্ড- ৫২, ৫৩, ৫৪), সালমা আক্তার ফাতেমা (ওয়ার্ড- ৫৫,৫৬,৫৭)। ঢাকা দক্ষিণের সংরক্ষিত মহিলা আসনে ওয়ার্ড- ১৪, ১৫, ১৮ এর প্রার্থী পরবর্তীতে জানানো হবে।
ঢাকা উত্তরের সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের চূড়ান্ত তালিকা : সালেহা আক্তার (ওয়ার্ড- ১,১৭,১৮), আমেনা খাতুন (ওয়ার্ড- ৪, ১৫, ১৬), মেহেরুন নেছা (ওয়ার্ড- ২, ৩, ৫), মিলি জাকারিয়া (ওয়ার্ড- ৬,৭,৮), নাজমা কবির (ওয়ার্ড- ৯, ১০, ১১), রুনা আক্তার (ওয়ার্ড- ১২, ১৩, ১৪), তাহমিনা শাহীন (ওয়ার্ড- ১৯,২০,২১), আলেয়া বেগম মনি (ওয়ার্ড- ২৪,২৫,৩৫), রোকেয়া সুলতানা তামান্না (ওয়ার্ড- ২৬, ২৭, ২৮), ফারহানা ইয়াসমিন আতিকা (ওয়ার্ড- ২৯,৩০,৩২), আনোয়ারা বেগম (ওয়ার্ড- ৩১, ৩৩, ৩৪)।
ঢাকা উত্তরের সংরক্ষিত মহিলা আসনে উল্লেখিত ওয়ার্ড- ২২, ২৩, ৩৬ এর প্রার্থী পরবর্তীতে জানানো হবে।
‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর স্টিয়ারিং কমিটিতে আরো অন্তর্ভূক্ত হয়েছেন-সাংবাদিক রুহুল আমিন গাজী, ডা. এজেডএম জাহিদ হোসেন, কৃষিবিদ হাসান জাফির তুহিন ও প্রফেসর ড. সুকমল বড়ুয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button