মৌলভীবাজারে সাইফুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী পালন

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধূরী মরহুম সাইফুর রহমানের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে এক প্রেস ব্রিফিংকালে বলেছেন, সাইফুর রহমানের শূন্যতা পুরণ হওয়ার নয়। তার শূন্যতার কারণে বর্তমানে দেশের অর্থনীতি পিছিয়ে পড়েছে। উন্নয়নের রূপকার সাইফুর রহমানের মত ব্যক্তির অভাবে আজ দেশের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে আসছে।
শুক্রবার বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবষির্কী। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার গ্রামের বাড়ি বাহারমর্ধনে সকাল থেকে কবর জিয়ারত ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টার দিকে মরহুমের কবরে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট নুরুল হক, বিএনপি নেতা কাউন্সিলর জিল্লুর রহমান, বিএনপি নেতা মঈন উদ্দিন খান সাইফুর রহমানের পুত্র ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ অন্য নেতৃবৃন্দ।
বাদ জুমা মরহুমের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button