রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত মোশাররফ

Pervez Musharrafপাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বিশেষ আদালত। পাকিস্তান সেনাবাহিনীর কোনো সাবেক প্রধান এই প্রথম এ ধরনের অভিযোগের অভিযুক্ত হলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তবে তিনি অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলে আসছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তার মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন মোশাররফ। ২০০৮ সালে তিনি স্বেচ্ছানির্বাসনে যান, তবে ২০১৩ সালের মার্চে দেশে ফেরেন।
তিনি আশা করেছিলেন, নির্বাচনে তার দল জয়ী হবে। কিন্তু তিনি নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।
চলতি বছরের শুরু থেকেই ৭০ বছর বয়স্ক মোশাররফ হাসপাতালে রয়েছেন। তিনি উচ্চ রক্তচাপের চিকিৎসা নিচ্ছেন বলে খবরে প্রকাশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button