নিখোঁজ বিমান আরোহীদের স্বজনদের প্রতি বান কি-মুনের সমবেদনা

Ban kiজাতিসংঘ মহাসচিব বান কি-মুন শনিবার রাতে মালয়েশিয়ার নিখোঁজ বিমান যাত্রী ও ক্রুদের আত্মীয়-স্বজনদের কাছে তার শোক ও সমবেদনা জানিয়েছেন। জাতিসংঘ মুখপাত্রের দফতর টুইটারে পোস্ট করা এক বার্তায় বলা হয়, মালয়েশীয় বিমান দুর্ঘটনায় এত বেশি লোকের মৃত্যুতে বান কি-মুন গভীরভাবে শোক-সন্তপ্ত।
বার্তায় বলা হয়, ‘তিনি সকল শোকার্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছেন।’
মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি শনিবার ভোর রাতে মালয়েশিয়ার পূর্ব-উপকুল ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যবর্তী স্থানে রাডারের আওতার বাইরে চলে যায়। রোববার উদ্ধার টিম বিমানটি’র সন্ধান করছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলেছে, তারা ‘সবচেয়ে খারাপ পরিস্থিতির অপেক্ষা করছেন।
বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল।
বিমানটি মোট ২৩৯ জন আরোহী ছিল। এদের মধ্যে ১৫৩ জন চীনা, ৩৮ জন মালয়েশীয়, ৭ জন ইন্দোনেশীয় এবং অস্ট্রেলিয়া, ভারত, যুক্তরাষ্ট্র হল্যান্ডও ফ্রান্সসহ অন্যান্য দেশের বেশ কিছু নাগরিক ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button