আরব-আমিরাতে পাঠ্যবইয়ের বদলে আইপ্যাড

iPadমধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৭৫ ভাগ স্কুলে (ইন্টারন্যাশনাল-প্রাইভেট) পাঠ্যবইয়ের বদলে আইপ্যাড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সোমবার আরব নিউজ দেশটির এক শিক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ছাত্রছাত্রীরা গাদা গাদা বই বহন করে স্কুলে আসে। এটি তাদের কাছে বোঝা স্বরূপ। এতে ছাত্রছাত্রীর ওপর অতিরিক্ত এক ধরনের চাপের তৈরি হয়। চাপ কমানোর জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া এটি তাদের শিক্ষার্থীদের নতুন প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে। সাহারা কনসালটেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সহ-প্রতিষ্ঠাতা তারিক আল-শালফান জানান, ১৫ হাজারের বেশি শিক্ষার্থী ডিজিটাল এই পদ্ধতির আওতায় আসবে। এর মাধ্যমে পড়াশোনায় ছাত্রছাত্রীরা আনন্দ পাবে। তিনি জানান, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাদান পদ্ধতি ও ক্লাসরুমেরও পরিবর্তন আনা হবে। আল আরাবিয়া এক প্রতিবেদনে জানায়, এ লক্ষ্যে কিছু সৌদি প্রযুক্তি বিশেষজ্ঞকে পাঠ্যবই পরিবর্তনে দায়িত্ব দেয়া হয়েছে। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৪-৬ মার্চ দুদিনব্যাপী গালফ এডুকেশন সাপ্লাই অ্যান্ড সলিউশন প্রদর্শনীতে নতুন কর্মসূচিটি প্রদর্শিত হচ্ছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button