লন্ডনে চলছে ২৪ ঘন্টার টিউব স্ট্রাইক

Undergroundআগামী সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া নতুন নাইট সার্ভিসের জন্য লন্ডন আন্ডারগ্রাউন্ডে পক্ষ থেকে বেতন বৃদ্ধি বোনাসের নতুন প্রস্তাব দেয়ার পরেও তা উপেক্ষা করে দ্বিতীয় দফায় বুধবার বিকেল সাড়ে ৬টা থেকে ২৪ ঘন্টার স্ট্রাইক শুরু করেছেন লন্ডন আন্ডার গ্রাউন্ডের ওয়ার্কাররা। নাইট সার্ভিসের বেতনসহ নানান ইস্যু নিয়ে সরকারের সঙ্গে ইউনিয়ন লিডারদের আলোচনা ব্যর্থ হওয়ার পর গত ৮ ও ৯ জুলাই প্রথম দফায় স্ট্রাইক পালন করেন ৪টি ইউনিয়ন মেম্বাররা। স্ট্রাইটক চলাকালে লন্ডন আন্ডারগ্রাউন্ডের সবকটি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে লন্ডন আন্ডার গ্রাউন্ডের কিছু নেটওয়ার্কে ২৪ ঘন্টার সার্ভিস শুরু হবে। বুধবার বিকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ২৪ ঘন্টার স্ট্রাইকের কারণে বৃহস্পতিবার কোনো ট্রেইন থাকবে না। স্ট্রাইক শুরু হবার আগেই যাত্রীদের গন্তব্যে পৌঁছার আহ্বান জানিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। স্ট্রাইক চলাকালে লন্ডন সিটিতে অতিরিক্ত ২৫০টি বাস সার্ভিস থাকবে। এছাড়া নদী পথেও থাকবে আলাদা সার্ভিস।
উল্লেখ্য নতুন ২৪ ঘন্টার নাইট সার্ভিসের কারণে চলতি বছর ২শতাংশ বেতন বৃদ্ধি এবং নাইট শিফট ড্রাইভারদের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য অতিরিক্ত ২শ পাউন্ড এবং সেপ্টেম্বর থেকে নতুন সার্ভিস চালু হওয়ার পর নাইট সার্ভিসের জন্য টিউব স্টাফদের ৫শ পাউন্ড বোনাসের নতুন প্রস্তাব দিয়েছে লন্ডন আন্ডার গ্রাউন্ড। কিন্তু টিউব ওয়ার্কারদের ইউনিয়ন এ দাবীও মানছেন না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button