লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

PMপ্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে ছয় দিনের সফরে শুক্রবার ঢাকা ত্যাগ করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০০১ ফ্লাইটে শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন রওয়ানা হন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, চীফ হুইপ এএসএম ফিরোজ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন ও ঢাকার ব্রিটিশ হাইকমিশনার রবার্ট জিবসন এ সময় উপস্থিত ছিলেন।
আজ লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা।
বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান ও বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
আগামী ১৪ জুন যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী অধিবাসীরা ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি সম্পাদনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতিত্বপূর্ণ নানা অবদানের জন্য তাঁকে সংবর্ধনা দেবেন।
আগামী ১৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। -বাসস

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button