কেজরিওয়ালের পদত্যাগ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করেছেন। কংগ্রেস ও বিজেপির বাধার মুখে শুক্রবার জনলোকপাল বিল পেশ করতে না পারার পর তিনি পদত্যাগ করেন।
তিনি আগেই ঘোষণা দিয়েছিলেন, বিলটি পাস করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। আজ বিলটি উত্থাপিত না হওয়ার পর হাউজে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, ‘মনে হচ্ছে, এটাই আমাদের শেষ অধিবেশন।’
তুমুল হইহট্টগোলের মধ্যে আজ শুক্রবার কেজরিওয়াল বিলটি উত্থাপন করতে চাইলে মারাত্মক বিতর্কের সৃষ্টি হয়। পরে এই ভোটাভুটির সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতের রাজধানীর ৪২ জন বিধায়ক এই বিল পেশ হওয়ার বিপক্ষে ভোট দেন। কেজরিওয়ালের পক্ষে ছিলেন মাত্র ২৭জন।
এ প্রেক্ষাপটে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার জল্পনা উসকে দেন আম আদমি পার্টির অন্যতম নেতা যোগেন্দ্র যাদব। তিনি জানিয়েছেন ইস্তফা দিতে পারেন কেজরিওয়াল।
উপরাজ্যপাল আগেই নজীব জঙ্গ এই বিলের পেশ হওয়ার বিপক্ষে মত দিয়েছিলেন। আজ বিল পেশ হওয়ার আগে জঙ্গের প্রসঙ্গ টেনে একসঙ্গে প্রতিবাদে সামিল হন কংগ্রেস ও বিজেপির বিধায়করা। বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই বিল পেশ করার অধিকারই নেই আম আদমি সরকারের। এই বিল পেশ আসলে বিধানসভার অবমাননা বলে জানালেন কংগ্রেস নেতা লাভলি। (সূত্র : জি নিউজ, এনডিটিভি)।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button