সংবর্ধনা নেবেন না আহমাদিনেজাদ সেই অর্থ পাবে দরিদ্ররা

ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদের অনুরোধে সরকারি বিদায় সংবর্ধনা বাতিল করা হয়েছে। গতকাল বিকালে রাজধানী তেহরানের সবচেয়ে সমৃদ্ধ সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রেজা রাহিমির দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
ভাইস প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে, ‘সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও প্রদেশগুলোর গভর্নর ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রধানদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রেসিডেন্ট ওই সংবর্ধনা অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়ে বলেছেন, অনুষ্ঠান আয়োজনে যে বিপুল অর্থ ব্যয় হতো, তা দিয়ে দরিদ্রদের সমস্যা সমাধান করা হোক। এরপরই ওই অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।’
ইরানের বিদায়ী প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ এর আগেও এ ধরনের নানা উদ্যোগ নিয়েছেন। তিনি তার নিজের ব্যবহৃত গাড়িটি বিক্রি করে স্বল্পআয়ের লোকদের আবাসন সমস্যা সমাধানে নেয়া প্রকল্পে দান করে দিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button