মার্কিন ড্রোন হামলা নিষিদ্ধ করে ইয়েমেন সংসদে বিল পাস

Yemenমার্কিন সন্ত্রাসী ড্রোন হামলা নিষিদ্ধ করে ইয়েমেনের জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। এছাড়া,  দেশটির সংসদ সদস্যরা মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন।
ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, গতকাল (রোববার) সংসদ সদস্যদের ভোটে জাতীয় সংসদে এ বিল পাস হয়।
বার্তা সংস্থা সাবা’র খবরে বলা হয়েছে, সংসদ সদস্যরা যেকোনো আগ্রাসন থেকে দেশের জনগণকে রক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন এবং ইয়েমেনের আকাশসীমার সার্বভৌমত্ব সুরক্ষার কথা তুলে ধরেছেন।
গত বৃহস্পতিবার ইয়েমেনের একটি বরযাত্রীবাহী গাড়ির ওপর মার্কিন ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রে অন্তত ১৭ জন নিহত হয়। এরপর দেশটির সংসদ সন্ত্রাসী ড্রোন হামলা নিষিদ্ধ করে জাতীয় সংসদে এ বিল পাস করল।
ওই হামলার পর ইয়েমেনজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং নিহতদের আত্মীয়-স্বজনরা রাস্তা অবরোধ বিক্ষোভ করে। এ ঘটনার পর ইয়েমেনের উপজাতি গোষ্ঠীর প্রধান আহমাদ আল-সালমানি শনিবার  বলেন, সরকার যদি মার্কিন ড্রোন হামলা বন্ধ করতে ব্যর্থ হয় তাহলে আমাদের ওপর তাদের কোনো শাসন থাকবে না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button