যুক্তরাষ্ট্র্রে আবার সক্রিয় ক্লু ক্লাক্স ক্ল্যান

USAযুক্তরাষ্ট্রে কি কালো মানুষের প্রতি বিদ্বেষ আবারো বাড়ছে? দেশটিতে নতুন করে কৃষ্ণাঙ্গ বিরোধী গোপন সংগঠন ক্লু ক্লাক্স ক্ল্যান সক্রিয় হয়ে ওঠায় প্রশ্নটি মানুষের মনে নাড়া দিচ্ছে।  কু ক্লাক্স ক্ল্যান যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ বিরোধী একটি পুরনো সংগঠন। সাদাদের শ্রেষ্ঠতের ওপর বিশ্বাসী এই সংগঠনটির জন্ম ১৮৬০ সালের দিকে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের কালো মানুষদের ওপর এক সময় বহু নিপীড়ন ও অত্যাচার চালিয়েছে।
সম্প্রতি দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসন এলাকায় নিরস্ত্র এক কালো তরুণিকে হত্যা করে এক পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে দেশটির সাধারণ মানুষ। গত শনিবার এ ঘটনা ঘটার পর দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভের ঘটনা ঘটেছে। ওই পুলিশ কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয় এসব বিক্ষোভে।
তবে ঠিক এর উল্টো দিকে অবস্থান নিয়েছে কু ক্লাক্স ক্ল্যান (ট্রিপল কে)। সংগঠনটি ওই পুলিশ কর্মকর্তাকে পুরস্কার দেয়ার জন্য তহবিল তৈরি করছে। এমন দাবি করা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংস্থার পক্ষ থেকে।  সংগঠনটির মিসৌরি শাখার পক্ষ থেকে ওই পুলিশ কর্মকর্তা সম্পর্কে বলা হয়, ‌‘সে একজন হিরো। পুলিশের মধ্যে আরো সাদা চামড়ার পুলিশ সদস্য প্রয়োজন। যারা হবে কালো চামড়া বিরোধী এবং ইহুদি নিয়ন্ত্রিণত কালো ঠগদেরকে তাদের স্থানে পাঠাতে ইচ্ছুক। অধিকাংশ পুলিশই আসলে কাপুরুষ। যখন ৯০ শতাংশ বর্ণবাদী অপরাধ সাদাদের সঙ্গে ঘটে তখন তারা কিছুই করতে পারে না।’
মানবাধিকার গ্রুপটির পক্ষ থেকে আরো দাবি করা হয়, পুলিশের গুলিতে নিহত ওই তরুণীকে নিয়েও বিব্রতকর মন্তব্য করে ‘ট্রিপল কে’। এছাড়া গণমাধ্যমগুলো ওই কালো মেয়েটিকে ভালো হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে বলে দাবি করে কৃষ্ণাঙ্গ বিরোধী ওই  সংগঠনটি।
গত শনিবার ওই তরুণির মৃত্যুর পর শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ জানানোর চেষ্টা করে ফার্গুসন এলাকার মানুষ। তবে পুলিশের বাধা আর টিয়ার গ্যাসের কারণে তা সহিংস রূপ লাভ করে।
যুক্তরাষ্ট্রে কালোদের প্রতি বৈরি আচরণ নতুন কিছু নয়। কিছুদিন আগেও নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ বয়জ্যেষ্ঠ নাগরিকের মৃত্যু হয়েছিল পুলিশের আক্রমণে। তবে কালো মানুষ হত্যার ঘটনায় অভিযুক্ত পুলিশকে পুরস্কার প্রদানের ঘটনা সাম্প্রতিক সময়ে এটাই প্রথম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button